পুরনো স্মার্টফোন থেকে অলিম্পিক মেডেল তৈরি করবে জাপান

স্পোর্টস লাইফডেস্ক : ২০২০ সালের অলিম্পিককে টেকসই উন্নয়নের নজির স্থাপনে ব্যবহারের চিন্তা করছে জাপান। এশিয়ান পাবলিকেশন, নিক্কেই এর প্রতিবেদন মতে, অলিম্পিক আয়োজকরা ২০২০ সালের অলিম্পিকের জন্য পুরনো ইলেকট্রনিক্স ডিভাইস পুনর্ব্যবহারযোগ্য করে তা দিয়ে ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড মেডেলের অনুরুপ মেডেল তৈরির কথা ভাবছেন।

অবশ্য জাপান ইতিমধ্যেই নতুন ইলেকট্রনিক্স ডিভাইস তৈরির কাজে ব্যবহারের জন্য এই ধরনের বস্তু পুনর্ব্যবহারযোগ্য করে গড়ে তোলার কাজ করছে। অলিম্পিকের পরিকল্পনা কমিটি ইলেকট্রনিক্স বর্জ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে কম্পানিগুলোকে একটি বা দুটি ধারণা দেওয়ার কথাও বলেছে।

এ ক্ষেত্রে প্রত্যাশা হলো প্রতিটি নাগরিক অলিম্পিক গেমসের মেডেল তৈরিতে তাদের ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস দান করে অলিম্পিকে অংশগ্রহণ করবে। একই সময়ে জাপান বিশ্বকে উত্তোরত্তর বেড়ে চলা ইলেকট্রনিক্স বর্জ্য সমস্যা থেকেও মুক্তি দিতে সহায়তা করতে পারবে।

Print Friendly, PDF & Email