প্রথম বিভাগ দাবা লিগ

স্পোর্টস লাইফ, প্রতিবেদক ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৬ এর চুতুর্থ রাউন্ডের খেলা শেষে একসেস চেস ক্লাব ও হাসান মেমোরিয়াল চেস ক্লাব পূর্ণ ৪ খেলায় ৮ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা কক্ষে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় একসেস চেস ক্লাব ৩-১ পয়েন্টে অগ্রনী ব্যাংক দাবা দলকে, হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে এবং শেখ রাসেল চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে পরাজিত করে।

একসেস চেসের ভারতীয় খেলোয়াড় শ্রীজিৎ পল, জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও সাইফুল ইসলাম চৌধুরী যথাক্রমে অগ্রনী ব্যাংকের মোঃ মনির হোসেন খান, ওবায়দুল ইসলাম শাহিন ও মোঃ আলমগীর হোসেনকে পরাজিত করেন।

একসেস চেসের ভারতীয় খেলোয়াড় অনুসতোপ বিশ্বাস অগ্রনী ব্যাংকের মোহাম্মদ সিরাজুল কবীরের কাছে হেরে যান।

হাসান মেমোরিয়াল চেসের পক্ষে আফজাল হোসেন সাচ্চু, আনিচুজ্জামান জুয়েল ও মোঃ শরীয়তউল্লা যথাক্রমে বসির মেমোরিয়ালের মোঃ সেলিম, মোহাম্মদ আলমীর-২ ও আবুল কাশেমকে পরাজিত করেন।

বসির মেমোরিয়ালের ভারতীয় খেলোয়াড় সোহাম দে হাসান মেমোরিয়ালের শওকত বিন ওসমান শাওনের সাথে ড্র করেন। শেখ রাসেল চেসের শওকত হোসেন পল্লব ও মোঃ জামাল উদ্দিন দেবদাস বিশ্বাসের মোঃ সালামত উল্লাহ ও সব্যসাচী মন্ডলকে এবং দেবদাস বিশ্বাসের এ বি বাপ্পী শেখ রাসেল চেসের নাইম হককে পরাজিত করেন।

দেবদাসের খন্দকার নজরে মাওলা শেখ রাসেলের আবজিদ রহমানের সাথে ড্র করেন। মীর চেস ক্লাব ৩-১ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে পরাজিত করে। মীর চেসের পক্ষে করীম এম শাহীন, আমির হোসেন ও শেখ মোঃ কায়রুল ইসলাম যথাক্রমে ক্যাসপারভ চেসের মোহাম্মদ হাসান, ভারতীয় আয়ুস ভট্রাচার্যকে পরাজিত করেন। ক্যাসপারভের আব্দুল্লাহ আল রাইসন মীর চেসের রেজাউল ইসলাম বাবুকে পরাজিত করেন।

কাল ২৭ নভেম্বর রোববার বেলা ২-০০ (দুই) টা হতে একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।

Print Friendly, PDF & Email