স্পোর্টস লাইফ, ডেস্ক : নিজেদের গ্রীষ্মকালে ব্যস্ত সূচি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ২০১৮-১৯ মৌসুমে জিম্বাবুয়ে, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এই সময়ে খেলায় ব্যস্ত থাকবে প্রোটিয়ারো। তাতে ঘরের মাঠে খেলবে ৫টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি।
এ বছরের ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সূচির ব্যপ্তি আগামী বছরের ২৪ মার্চ। তবে এই সময়ের মাঝে বিরতি থাকবে ১০ সপ্তাহের। মধ্য অক্টোবর থেকে বক্সিং ডে পর্যন্ত ফাঁকা সময়টা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের জন্যে রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
আগের ঘরোয়া মৌসুমে অনেক বেশি ব্যস্ত ছিল প্রোটিয়ারা। টেস্টের সংখ্যা ছিল ১০টি। এবার তাদের সেই সূচিতে ওয়ানডের প্রাধান্য বেশি। কারণ সামনে ২০১৯ বিশ্বকাপ।
এক নজরে সূচি
প্রতিপক্ষ জিম্বাবুয়ে
সেপ্টেম্বর ৩০- প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ৩- দ্বিতীয় ওয়ানডে, ব্লুমফন্টেইন
অক্টোবর ৬- তৃতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ৯- প্রথম টি-টোয়েন্টি, ইস্ট লন্ডন
অক্টোবর ১২- দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম
অক্টোবর ১৪- তৃতীয় টি-টোয়েন্টি, বেনোনি
প্রতিপক্ষ পাকিস্তান
ডিসেম্বর ১৯-২১ তিন দিনের প্রস্তুতি ম্যাচ
ডিসেম্বর ২৬- প্রথম টেস্ট, সেঞ্চুরিয়ন
জানুয়ারি ৩- দ্বিতীয় টেস্ট, কেপ টাউন
জানুয়ারি ১১- তৃতীয় টেস্ট, জোহানেসবার্গ
জানুয়ারি ১৯- প্রথম ওয়ানডে, পোর্ট এলিজাবেথ
জানুয়ারি ২২-দ্বিতীয় ওয়ানডে, ডারবান
জানুয়ারি- ২৫- তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
জানুয়ারি ২৭- চতুর্থ ওয়ানডে, জোহানেসবার্গ
জানুয়ারি ৩০- পঞ্চম ওয়ানডে, কেপ টাউন
ফ্রেব্রুয়ারি ১- প্রথম টি-টোয়েন্টি, কেপ টাউন
ফেব্রুয়ারি ৩- দ্বিতীয় টি-টোয়েন্টি, জোহানেসবার্গ
ফেব্রুয়ারি ৬- তৃতীয় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন
প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ১৩- প্রথম টেস্ট, ডারবান
ফেব্রুয়ারি ২১- দ্বিতীয় টেস্ট, পোর্ট এলিজাবেথ
মার্চ ৩- প্রথম ওয়ানডে, জোহানেসবার্গ
মার্চ ৬- দ্বিতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
মার্চ ১০- তৃতীয় ওয়ানডে, ডারবান
মার্চ ১৩- চতুর্থ ওয়ানডে, পোর্ট এলিজাবেথ
মার্চ ১৬- পঞ্চম ওয়ানডে কেপ টাউন
মার্চ ১৯- প্রথম টি-টোয়েন্টি, কেপ টাউন
মার্চ ২২- দ্বিতীয় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন
মার্চ ২৪- তৃতীয় টি-টোয়েন্টি, জোহানেসবার্গ