স্পোর্টস লাইফ, ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) রুদ্ধশ্বাস এক টাই উপহার দিলো ফতুল্লায়। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হাইস্কোরিং এক ম্যাচে সমান ২৮৬ রান নিয়ে শেষ করেছে মোহামেডান স্পোটিং ক্লাব আর প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
অধিনায়ক শামসুর রহমানের শুভর ৭৫ আর রকিবুল হাসানের ৬০ বলে ১ বাউন্ডারি আর ৫ ছক্কায় গড়া ৭২ রানের ঝড়ো ইনিংসে ভর করে এক বল বাকি থাকতে ২৮৬ রানে অলআউট হয়েছিল মোহামেডান। দোলেশ্বরের পক্ষে ৩টি উইকেট নেন ফরহাদ রেজা।
জবাবে লিটন দাসের ১২৯ রানের দুর্দান্ত এক ইনিংসের পরও একটা সময় ভীষণ বিপদে পড়ে যায় দোলেশ্বর। শেষ উইকেট যখন তাদের হাতে তখনও ৪ বলে জয়ের জন্য ৬ রান প্রয়োজন। ফরহাদ রেজার দল শেষ চার বল থেকে নিতে পেরেছে ৫ রান। ফলে টাইয়েই শেষ হয়েছে ম্যাচটি।
লিটন দাস তার ১২৯ রানের ইনিংসটিতে খেলেছেন ১২২ বল। যে ইনিংসটিতে ৮টি চার আর ২টি ছক্কা হাঁকিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এছাড়া ৫২ রান করেন ফরহাদ হোসেন। মোহামেডানের পক্ষে ৩টি উইকেট নেন কাজী অনিক।