ফাইনালে জার্মানিকেই পেল ব্রাজিল

স্পোর্টস লাইফডেস্ক : রিও অলিম্পিকে ছেলেদের ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। খানিক আগে শেষ হওয়া অপর সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাজিলেরও। সোনার লড়াইয়ে এবার নেইমারদের মুখোমুখি জার্মানি।

৯ মিনিটে নাইজেরিয়ার গোলরক্ষক ড্যানিয়েল ইমান্যুয়েলের ভুলে জার্মানিকে এগিয়ে নেন লুকাস ক্লসটারমান। নাইজেরিয়া অবশ্য চেষ্টা করে সমতায় ফিরতে। ৩০ মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি নাইজেরিয়া মিডফিল্ডার ওবি জন মিকেল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিতে বেশ কবার আক্রমণ চালায় জার্মানি। শেষ পর্যন্ত তারা সফল হয় ম্যাচের শেষ মুহূর্তে। জার্মান ফরোয়ার্ড নিলস পিটারসেনের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয় জার্মানদের।

জার্মানি-ব্রাজিল আগামী শনিবার লড়বে অলিম্পিকে প্রথম সোনা জিততে। তবে প্রতিপক্ষ জার্মানি বলেই ব্রাজিলিয়ানদের মনে নিশ্চিত জ্বলে উঠবে প্রতিশোধের আগুন। ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতিটা নিশ্চয় তারা ভোলেনি। দগদগে ক্ষতে প্রলেপ দেওয়া তো আছেই, সোনা জিতে ইতিহাস গড়ার সুযোগ নেইমারদের সামনে।

Print Friendly, PDF & Email