স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক ভলিবল সংস্থা FIVB এবং এশিয়ান ভলিবল কনফেডারেশন AVC এর সার্বিক সহযোগিতায় “Bangabandhu Asian Central Zone U23 Men’s International Volleyball Championship- 2022” গত ২২ ডিসেম্বর ২০২২ ইং তারিখ থেকে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়।
সোমবার ২৬ ডিসেম্বর ২০২২, উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে স্বাগতিক বাংলাদেশ ২৫-১৮, ১৫-২৫, ২২-২৫, ২৫-১৯, ১৮-১৬ পয়েন্টে ৩-২ সেটে কিরগিজস্থান কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
৩য় স্থান খেলায় শ্রীলঙ্কা ২২-২৫, ২৫-১৯, ২৫-১৯, ২০-২৫, ১৫-১০ পয়েন্টে ৩-২ সেটে নেপাল কে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুরু করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, মাননীয় সেনাপ্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লতীফ, প্রেসিডেন্ট, সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিয়েশন। এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।