বরিশাল অঞ্চলে চলছে তৃণমুল পর্যায়ে দাবা প্রশিক্ষণ কর্মসূচী

স্পোর্টস লাইফ, প্রতিবেদক জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল অঞ্চলের তৃণমুল পর্যায়ের দাবা প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৬ আগস্ট বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম ভবনে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নূরুল আলম নূরু এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

আজ ২১ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।  বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা ও বরগুনা হতে ২৬জন অনুর্ধ্ব-১৬ বছর বয়সী বালক ও বালিকা এ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিচ্ছে।

জাতীয় খেলোয়াড় ফিদে মাস্টার দৈবরাজ চ্যাটার্জী ও প্রাক্তন জাতীয় খেলোয়াড় শফিক আহমেদ প্রশিক্ষণ দিচ্ছেন।

Print Friendly, PDF & Email