স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বরিশাল : বরিশাল জেলায় ফুটবল ইভেন্টে শুক্রবার (২২ডিসেম্বর) প্রথম খেলায় জিতেছে মুলাদী উপজেলা। তারা ২-১ গোলে হারায় গৌরনদী উপজেলাকে। অপর খেলায় বরিশাল সদর ৩-০ গোলে উজিরপুরকে হারায়।
শরীয়তপুর : শরীয়তপুর জেলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নড়িয়া উপজেলা। ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ডামুড্যা উপজেলাকে।
ভোলা : ভোলা জেলায় ছেলেদের হ্যান্ডবল ছেলেদের ফাইনালে ভোলা সদর ১-০ গোলে লালমোহনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের ফাইনালেও ভোলা সদর শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। ভোলা ৫-৪ গোলে হারিয়েছে লালমোহনকে।
দিনাজপুর :
দিনাজপুর স্পোর্টস ভিলেজ মাঠে কাবাডির ফাইনালে দিনাজপুর সদর উপজেলা ৫৭-৩২ পয়েন্টে পার্বতীপুর উপজেলাকে হারিয়ে চাম্পিয়ন হয়। এখানে দশটি উপজেলার অংশগ্রহনে গত বুধবার শুরু হয়েছিল কাবাডি খেলা। এদিকে এই জেলার হকির উদ্বোধনী খেলায় দিনাজপুর সদর ৪-১ গোলে বিরল উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করে।
নীলফামারী :
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের পাশের পুকুরে তরুণ বিভাগের সাঁতারের ৫০ মিটার ফ্রি-স্টাইলে সদর উপজেলার শান্ত চন্দ্র রায় প্রথমস্থান পান। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সৈয়দপুরের সুজন রায় সেরা হন। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে প্রথম হন নীলফামারী সদরের মো: আবু তাহের। ১০০ মিটার ফ্রি-স্টাইলে সেরার খেতাব জিতে নেন নীলফামারী সদরদিপংকর চন্দ্র রায় । ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সদর উপজেলার আবু তাহের প্রথমস্থান পান। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নীলফামারী সদরের দিপংকর চন্দ্র রায় ও ২০০ মিটার ফ্রি-স্টাইলে একই উপজেলার মো: নাজমুল হক সেরা হন।