স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং বিসিএফ স্পোর্টস এর আয়োজনে বসুমতি ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শুক্রবার (১৩এপ্রিল) সকাল হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুমতি গ্রুপের উপদেষ্টা শেখ রওশন আলী ও এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও বিসিএফ স্পোর্টসের সভাপতি আরিফুজ্জামান আরিফ। দিন ব্যাপী অনুষ্ঠিত এ র্যাপিড দাবায় ১০৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও সুলতানা কামাল পাঠাগারের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পূর্ণ ৫ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ এবং বাংলাদেশ নৌবাহিনীর এস, এম, স্মরণ মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের নগদ চল্লিশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।