বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশীপ টেনিসে স্বাগতিক দলের হার

স্পোর্টস লাইফ, প্রতিবেদক বাংলাদেশ কমার্স ব্যাংক লি: এর পৃষ্ঠপোষকায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশন ও উত্তরা ক্লাব লি: এর যৌথ ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ও উত্তরা ক্লাব টেনিস কোর্টে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট ২০১৮’ এর দ্বিতীয় প্রতিযোগিতা উত্তরা ক্লাব টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের খেলায় সফরকারী মালয়েশিয়ান দল ৩-০ ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে।

প্রথম এককে বাংলাদেশের দীপু লাল ৩-৬, ৪-৬ গেমে মালয়েশিয়ার মালয়েশিয়ার মুহাম্মদ আইমান বিন হামদান এর নিকট পরাজিত হয়। দ্বিতীয় এককে বাংলাদেশের মামুন বেপারী ৫-৭, ৬-৭ গেমে মালয়েশিয়ার নওফল সিদ্দিক বিন কামরুজ্জামান এর নিকট হারেন। 

ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই মালয়েশিয়া ২-০ ম্যাচে দ্বিতীয় প্রতিযোগিতায় জয় নিশ্চিত করে। বিকালে অনুষ্ঠিত দ্বৈতের খেলায় মালয়েশিয়ার মুহাম্মদ আইমান বিন হামদান ও আজরুল এখসান বিন আজমান জুটি ৬-৩, ৪-৬, ১০-৮ সেটে  বাংলাদেশের অমল রায় ও রঞ্জন রাম জুটিকে পরাজিত করে।

ফলে দ্বিতীয় খেলায় সফরকারী মালয়েশিয়ান দল ৩-০ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করল। উল্লেখ্য প্রথম প্রতিযেগিতায় স্বাগতিক বাংলাদেশ দল ২-১ ম্যাচে সফরকারী দলকে পরাজিত করেছিল।

Print Friendly, PDF & Email