স্পোর্টস লাইফ, প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুর্ধ্ব-১৬ প্রতিভাবান রাগবি খেলোয়াড়দের নিয়ে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী আজ বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে।
১-৭ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ শিবিরটি চলবে। ৬০ জন প্রশিক্ষানার্থী এই কর্মসূচীতে অংশ নিয়েছে। লেভেল ওয়ান প্রশিক্ষক হোসাইন আহমেদ জনি এই কোর্সটি পরিচালনা করছেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার, সাধারণ সম্পাদক, সরদার সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য তানুজী নাগ, যতীন্দ্রনাথ বিশ্বাস, সরদার আবুল কালাম মিন্টু ও মোঃ আজিম হাওলাদার।
যে ১০টি জেলায় কার্যক্রম শেষ হলো : চট্টগ্রাম, ফরিদপুর, সাতক্ষীরা, জামালপুর, মাদারীপুর, নারায়নগঞ্জ, রংপুর, নড়াইল, যশোর এবং দিনাজপুর।