স্পোর্টস লাইফ, ডেস্ক : অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাইপর্বে ২৫তম হয়েছেন বাংলাদেশের শ্যুটার আবদুল্লাহ হেল আল বাকি। রিও ডি জেনিরোর অলিম্পিক শ্যুটিং রেঞ্জে বাকি স্কোর করেছেন ৬২১.২।
বাছাইপর্বের ছয় রাউন্ডের মধ্যে তৃতীয় রাউন্ডে এসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর (১০৫.৪) করেন বাকি। সর্বনিম্ব স্কোর করেন (১০০.৬) পঞ্চম রাউন্ডে।
অলিম্পিকের আগে বাকির সেরা সাফল্য ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জয়। সেই থেকে রিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিয়েছেন এই শ্যুটার।
৫০ জন প্রতিযোগীর এই ইভেন্টের ফাইনালে উঠেছেন শীর্ষ আটজন। ৬৩০.২ স্কোর গড়েছেন ইতালির শ্যুটার নিকোলো ক্যামপ্রিয়ানি। এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে ফাইনালে উঠেছেন অভিনব ব্রিন্দ্রা। ভারতীয় এই শ্যুটার ৬২৫.৭ স্কোর করে সপ্তম হয়েছেন