বিকেএসপিতে আরচারি ও ভলিবল কোচেস সার্টিফিকেট কোর্স সমাপ্ত

স্পোর্টস লাইফপ্রতিবেদক : শেষ হলো বিকেএসপিতে আয়োজিত আরচারি ও ভলিবল বিভাগের পরিচালনায় কোচেস সার্টিফিকেট কোর্স।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন ‘প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান তৃণমূল পর্যায়ে সঠিক বাস্তবায়নই হচ্ছে এ কর্মশালার সাফল্য।’ ২০ দিন ব্যাপি অনুষ্ঠিত এ সার্টিফিকেট কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, ক্লাবের প্রশিক্ষক ও আগ্রহীগণ  অংশ করছেন।

অারচারি ও ভলিবল বিভাগে ১০ জন করে মোট ২০ জন  এ কোর্সে অংশ  নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিসেস নুসরাৎ শারমিন।

আরও উপস্থিত ছিলেন কলেজের উপধ্যক্ষ ও বিকেএসপি’র সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ।

Print Friendly, PDF & Email