বিকেএসপিতে বাস্কেটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস লাইফ, প্রতিবেদক : শুক্রবার (৩আগস্ট) বিকেএসপিতে শুরু হয়েছে ৩য় বিকেএসপি কাপ অনূর্ধ্ব-১৮ বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৮।

সকালে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগডিয়ার জেনারেল মো. সামছুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় ওয়েস্ট বেঙ্গল ৪৫-২৬ পয়েন্টে রাজশাহী ডিএসএকে পরাজিত করে শুভ সূচনা করে।

দিনের অপর খেলাগুলোতে বিকেএসপি জুনিয়র ৩২-২১ পয়েন্টে গেগোরিয়ান এসিইএসকে, বিকেএসপি ৭১-৩৭ পয়েন্টে চিটাগং ডিএসএকে, নেপালের লুম্বিয়ান একাডেমি ৪৫-২৫ পয়েন্টে বিটিএসকে পরাজিত করে শুভ সূচনা করে।

মোট দশটি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো: নেপালের লুম্বিয়ান একাডেমি, ভারতের ওয়েস্ট বেঙ্গল, খুলনা ডিএসএ, চিটগিং ডিএসএ, রাজশাহী ডিএসএ, রংপুর ডিএসএ, গেগোরিয়ান এসিইএস, বিটিএস, বিকেএসপি ও বিকেএসপি জুনিয়র।

আগামী ৫ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

Print Friendly, PDF & Email