স্পোর্টস লাইফ, প্রতিবেদক : আজ মঙ্গলবার (৩অক্টোবর) বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসিি, এএফডব্লিউসি, পিএসসি ‘বিকেএসপি পাবলিক স্কুল’ এর একাডেমিক ভবনের ( ৫ তলা ফাউন্ডেশন ) ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
এ সময় তাঁর সাথে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ,বি,এম রুহুল আজাদ, কলেজের অধ্যক্ষ লে কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, নিবর্বাহী প্রকৌশলী শাহ্ আশরাফ আলী, ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ক্রীড়া বিজ্ঞান ) মিসেস নুসরাত শারমীন, স্কুলের প্রধান শিক্ষক এস কে এনামুল বশার ও স্কুলের সম্মানীত শিক্ষক মন্ডলী ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মহা পরিচালক মহোদয় স্কুলের উত্তো্রোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন ।