স্পোর্টস লাইফ, প্রতিবেদক : প্রিমিয়ার লিগে চতুর্থ ম্যাচে এসেও জয়ের স্বাদ পায়নি মোহামেডান। ময়মনসিংহ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বিজেএমসির বিপক্ষে সাদা–কালোরা ড্র করেছে ১-১ গোলে।
প্রথমার্ধের শেষ দিকে মোহামেডানকে এগিয়ে নেন তৌহিদুল আলম সবুজ। বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টায় বদলি হিসেবে মাঠে নামেন বিজেএমসির আবদুল্লাহ পারভেজ। মাঠে নেমেই তাঁর কর্নারে মোখলেসের হেডে ১-১।
৭২ মিনিটে ওই গোলের পর দুই দলই জয়সূচক গোলের জন্য ঝাঁপিয়েছে। তবে গোলের দেখা পায়নি আর কোনো দলই।