স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসােসিয়েশনের (বিডিডিএফএ) উদ্যোগে অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবলের জন্য চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দল গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
(১১ নভেম্বর) রবিবার চট্টগ্রামের সাগরিকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে খেলােয়াড় বাছাই কার্যক্রম উদ্বোধন করেন বিডিডিএফএ মহাসচিব তরফদার মােঃ রুহুল আমিন।
উল্লেখ্য চট্টগ্রাম বিভাগ সহ বাকি সকল বিভাগের প্রশিক্ষন কার্যক্রমের পৃষ্ঠপােষকতা করছে সাইফ পাওয়ারটেক লি:।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে আগত প্রায় ১০০ ফুটবলারদের মাঝ থেকে ২৫ জন খেলােয়াড় বাছাই করা হয়।
কৃত খেলােয়াড়রা পরবর্তীতে ৪৫ দিন প্রশিক্ষন শেষে শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবলে চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করবে।
১২ ডিসেম্বর সােমবার বাছাই করা খেলােয়াড়দের আনুষ্ঠানিক ভাবে ইয়েস কার্ড প্রদান করবেন বিডিডিএফ সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম বিভাগের ক্যাম্পের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন -মােঃ রিয়াজ উদ্দীন বিশ্বাস (নারায়নগঞ্জ), মােঃ শাহাবুদ্দীন (ঢাকা) আশরাফুল আলম (ঝিনাইদহ) ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডিডিএফএ সহ-সভাপতি সিরাজউদ্দীন মােঃ আলমগীর, বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিডিয়া কমিটির আহ্বায়ক আলি আব্বাস।।