বিশ্বকাপে রেফারিরা পারিশ্রমিক পাবেন কত

স্পোর্টস লাইফ, ডেস্ক : দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। এর ভেতরেই বিশ্বকাপের আনুষঙ্গিক সবকিছু ঠিকঠাক করার মিশনে নেমেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর কাজ প্রায় শেষের দিকে। গত শুক্রবারই বিশ্বকাপের টিকিট কেমন হবে সেটা প্রকাশ করা হয়েছে। এবার বিশ্বকাপে রেফারিদের পারিশ্রমিকের ব্যাপারেও নিজেদের সিদ্ধান্ত জানালো ফিফা।

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য শীর্ষ তিন রেফারি পাবেন ৫৪ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় ৫৮ লক্ষ ১৫ হাজার টাকারও বেশি। কারা এই শীর্ষ তিন রেফারি সেটাও ঠিক করে দিয়েছে ফিফা। জার্মানির ফেলিক্স ব্রাইস, তুরস্কের কুনেত সাকির এবং আর্জেন্টিনার নেস্তোর পিতানাই হলেন এই শীর্ষ তিন রেফারি।

এছাড়া ম্যাচ প্রতি শীর্ষ তিন রেফারি পাবেন ২৫০০ ইউরো বা ২ লক্ষ ৫৫ হাজার টাকারও বেশি। তারা ছাড়া সহকারি রেফারি, তৃতীয় এবং চতুর্থসহ অন্যান্য রেফারিরা সবাই পুরো টুর্নামেন্টে পাবেন ২০ হাজার ইউরো করে। তাদের জন্য ম্যাচ ফি ধরা হয়েছে ১৬০০ ইউরো করে।

পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচে ৩৬ জন রেফারি এবং ৬৯ জন সহকারি রেফারির দায়িত্ব পালন করবেন। তবে সব রেফারির দায়িত্বও এক নয়। মাঠে প্রধান রেফারির দায়িত্বে থাকেন একজন, দুইজন সহকারি রেফারি থাকেন, যাদেরকে লাইন্সম্যান বলা হয়। তৃতীয় এবং চতুর্থ রেফারি খেলোয়াড় পরিবর্তন এবং অতিরিক্ত সময়ের দিকে লক্ষ্য রাখার দায়িত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email