স্পোর্টস লাইফ, ডেস্ক : গত বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন এ বি ডি’ভিলিয়ার্স। সেই হার এখনও মেনে নিতে পারেননি তিনি। বৃহস্পতিবার জোহানেসবার্গে প্রকাশিত হল ডি’ভিলিয়ার্সের আত্মজীবনী ‘এ বি: দ্য অটোবায়োগ্রাফি’।
সেখানেই বিশ্বখ্যাত এই প্রোটিয়া ব্যাটসম্যান জানিয়েছেন, গত বিশ্বকাপে সেমিফাইনালে হারাটাই তাঁর ক্রিকেট কেরিয়ারের সব থেকে বড় হতাশাজনক ঘটনা। পাশাপাশি আরও একটি প্রসঙ্গ ডি’ভিলিয়ার্স তুলে এনেছেন বইতে। নকআউট পর্বের শুরুতেই সিডনিতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল শ্রীলঙ্কাকে। ওই ম্যাচে প্রোটিয়াদের হয়ে খেলেছিলেন কাইল অ্যাবট।
কিন্তু ডি’ভিলিয়ার্স জানিয়েছেন, নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন সকালে তাঁকে ফোনে বলা হয়, ফিটনেস টেস্টে উতরে গেছেন ফিল্যান্ডার, তাই তাঁকে দলে নেওয়া হচ্ছে অ্যাবটের জায়গায়। ডি’ভিলিয়ার্স লিখেছেন, একজন প্লেয়ার চোট পাওয়ার পর ফিট হয়ে প্রথম একাদশে ফিরে আসতেই পারেন, কিন্তু তাঁর ইচ্ছে ছিল, কোয়ার্টার ফাইনালের জয়ী দলই অপরিবর্তিত থাকুক। জাতীয় দলে অন্তত চার জন কৃষ্ণাঙ্গ ক্রিকেটারকে রাখতেই হবে, এমন নিয়ম আগেই চালু করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
ডি’ভিলিয়ার্সের প্রশ্ন, সেমিফাইনালে সেই চার জন কৃষ্ণাঙ্গ নিশ্চিত করতেই কি শ্বেতাঙ্গ অ্যাবটকে সরিয়ে ফিল্যান্ডারকে নেওয়া হয়েছিল, নাকি পুরোটাই ক্রিকেটীয় কারণে? তবে ডি’ভিলিয়ার্স এও বলেছেন, অ্যাবটের জায়গায় ফিল্যান্ডারকে নেওয়া হয়েছিল বলে তাঁরা হেরে গেছেন, এটা একেবারেই ঠিক নয়। তিনি লিখেছেন, ‘পাঁচটা পরিষ্কার সুযোগ আমরা পেয়েছিলাম... তিনটে রান আউট, দুটো ক্যাচ। এগুলো কাজে লাগাতে পারিনি।’