স্পোর্টস লাইফ, ডেস্ক : শিরোনামটা নিজেই দিয়ে দিলেন উসাইন বোল্ট! টানা তৃতীয় অলিম্পিকে ‘স্প্রিন্ট ডাবল’ জয়ের অবিশ্বাস্য কীর্তির পরই ঘোষণা করলেন, ‘আমার আর কিছু করার বাকি নেই। বিশ্বের কাছে প্রমাণ করেছি যে, আমিই গ্রেটেস্ট। এটা করতেই আমি এখানে এসেছিলাম, সেটাই করে যাচ্ছি। আমার আর কিছু প্রমাণ করার নেই।’
এ জন্যই এত বছর ধরে পরিশ্রম করে এসেছেন; সেরা হওয়ার জন্য, গ্রেটদের সঙ্গে এক কাতারে থাকার জন্য এত পরিশ্রম যে সফল হয়েছে, এই প্রশ্নটি করাতেই সেটির প্রমাণ পেয়ে গেলেন বোল্ট। তবে শেষ বিচারের ভারটা ছেড়ে দিলেন সংবাদমাধ্যম আর ফ্যানদের ওপর। ‘আমি এই অলিম্পিক শেষ হওয়া অপেক্ষা করে দেখতে চাই মিডিয়া আর ফ্যানরা আমাকে ওই দলে রাখে কি না’ বলেই দুষ্টুমির হাসি দিয়ে বললেন, ‘দেখি, আজ আর কাল আপনারা কী লেখেন!’