স্পোর্টস লাইফ, ডেস্ক : প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্ব দাবা সংস্থা ফিদের এশিয়ান একটি জোনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
সৈয়দ শাহাব উদ্দিন শামীম নেতৃত্ব নেবেন এশিয়ান জোন ৩.২-এর। বুধবার জর্জিয়ার বাতুমি শহরে এশিয়ান দাবা ফেডারেশনের এশিয়ান কন্টিন্টেনাল সাধারণ সভায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদককে এশিয়ান জোন ৩.২ এর সভাপতি নির্বাচিত করা হয়।
এ সভায় এশিয়ার বিভিন্ন জোন ও এশিয়ান দাবা ফেডারেশনের বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। সৈয়দ শাহাব উদ্দিন শামীম আগামী চার বছর এশিয়ান জোন ৩.২ এর সভাপতির দায়িত্ব পালন করবেন। জর্জিয়ার এ শহরেই চলছে ৪৩ তম বিশ্ব দাবা অলিম্পিয়াড।
এখানে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান নবম রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। উল্লেখ্য : এশিয়ান জোন ৩.২-এ রয়েছে ৬টি দেশ। বাংলাদেশছাড়াও বাকি ৫টি দেশ হচ্ছে ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।