স্পোর্টস লাইফ, ডেস্ক : একসময় পানিকে খুব ভয় পেতেন অ্যাডাম পিটি। এখন বৃটিশ এই সাঁতারু জলে নামলে তার প্রতিযোগীরা থাকেন আতঙ্কে। এবং রিও অলিম্পিকের প্রথম দিনেই বিশ্ব রেকর্ড গড়েছেন পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে নিজের বিশ্ব রেকর্ড ভেঙে পৌঁছেছেন সেমিফাইনালে।
সেখানে আবার ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময় নিয়ে পৌঁছে গেছেন ফাইনালে। এই ইভেন্টের সোনা জয়ের সবচেয়ে বড় দাবিদার ২১ বছরের এই সাঁতারু। পিটির গড়া আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৫৭.৯৮ সেকেন্ডের। গড়েছিলেন গত এপ্রিলে। এবার শুরুর হিটে সেটি ভেঙে ৫৭.৫৫ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েছেন। তারপর সেমিফাইনালে ৫৭.৬২ সেকেন্ডের টাইমিং গড়ে উঠে গেছেন ফাইনালে।
শেষবার কোনো বৃটিশ পুরুষ অলিম্পিক সাঁতারের সোনা জিতেছেন ১৯৮৮ সিউল অলিম্পিকে। এবার পিটি আশা জাগিয়েছেন ভালোভাবে। এবারের রেকর্ডটা গড়ে পুলে থাকতে খুব বিস্মিতই হয়েছিলেন পিটি, “বেশ দ্রুত সাঁতরেছি। ফেরার সময় শুনলাম সবাই চিৎকার করছে। ভাবলাম, এই লেনে তো কোনো ব্রাজিলিয়ান নেই। তাহলে চিৎকার করছে কার জন্য?” ফিনিশিং টাচে গিয়ে পিটি বুঝেছেন আসল ঘটনা। ফাইনালে ওঠার আগেই যে নিজেকে ছাড়িয়ে গেছেন এই যুবা।