বুধবার অনুষ্ঠিত হবে নতুন খেলা ফিনসুইমিংয়ের ১ম জাতীয় প্রতিযোগিতা-২০২২

স্পোর্টস লাইফপ্রতিবেদকফিনসুইমিং একটি আন্তর্জাতিক Underwater খেলা। এটি বিশ্বের একটি রোমাঞ্চকর ও জনপ্রিয় খেলা। ফিনসুইমিং বিশ্বে প্রথম ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফ্রান্সের প্যারিসে ফিনসুইমিং কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। 

ফিনসুইমিং এশিয়াডেও চালু রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানে চালু হয়েছে। World Underwater Federation (CMAS) কর্তৃক বিগত ০৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ বাংলাদেশ এর অনুমোদন পেয়েছে। দেশের সাঁতারুরা এ খেলায় অংশগ্রহণ করলে এবং যথাযথ প্রশিক্ষণ প্রদান করলে আন্তর্জার্তিক পর্যায়ে পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ফিনসুইমিং এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বুধবার (২৮ডিসেম্বর-২০২২) মিরপুরে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে  ঢাকায় অনুষ্ঠিত হবে “ ১ম জাতীয় ফিনসুইমিং প্রতিযোগিতা-২০২২”।

প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার (২৭ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান আসিফ আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ  আমিরুল ইসলাম ও কোচ অনিক সহ অনেকেই।

সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথম বার আয়োজিত ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে বিকেএসপি ও কুষ্টিয়ার আমলা সহ দেশের বিভিন্ন স্থান হতে ১০টি ক্লাবের মোট ৪০জন সাঁতারু অংশ নিচ্ছে।

Print Friendly, PDF & Email