স্পোর্টস লাইফ, ডেস্ক : উসাইন বোল্টের ১০০ ও ২০০ মিটারের রেকর্ড কি আদৌ ভেঙে ফেলা সম্ভব? আসাফা পাওয়েল মনে করেন, ১০০ মিটারের রেকর্ড যদি বা ভাঙা যায়, ২০০ মিটারেরটা অসম্ভব।
পাওয়েল বলেছেন, ‘সত্যিই বোল্টের দুটো রেকর্ড ভাঙাই কঠিন। তবু যদি বলতে হয়, তা হলে বলব ৯.৫৮ সেকেন্ড, ১০০ মিটারের রেকর্ডটা তাও ভাঙা যেতে পারে।
কিন্তু ২০০ মিটার ১৯.১৯ সেকেন্ডে! না, না সম্ভবই নয়। তবে এটাও বলব, একশো মিটারের রেকর্ডটাও অনেক দিন থাকবে। চটজলদি ভেঙে যাবে এমন কোনও সম্ভবনা দেখছি না।’
বোল্টের সঙ্গে তঁার কি শত্রুতার সম্পর্ক? পাওয়েল বলেন, ‘ট্র্যাকে আমাদের যুদ্ধ থাকলেও, ট্র্যাকের বাইরে কিন্তু আমরা বন্ধু। এটুকু বলতে পারি, এতগুলো বছর ধরে একসঙ্গে নানা টুর্নামেন্টে ওর সঙ্গে দৌড়নোটা উপভোগ করেছি।’