স্পোর্টস লাইফ, ডেস্ক : ট্র্যাকের রাজা উসাইন বোল্ট তীর্যক মন্তব্যের জন্যও বিখ্যাত। এবার তিনি বাক্যবান ছুঁড়লেন দুই ফুটবল সুপারস্টার লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে।
পেশাদার ফুটবলার হলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্মিলিত দক্ষতা থাকতো বলে দাবি করেলেন এই স্প্রিন্ট কিং। মেসি কিংবা রোনালদো হতে চান কিনা- প্রশ্নের জবাবে আর্জেন্টিনার জনপ্রিয় ম্যাগাজিন ভাইভাকে কিংবদন্তী এই স্প্রিন্ট সুপারস্টার বলেন, “আমি হতাম তাদের দুই জনের ভাল সংমিশ্রণ। এই দুই জনের মেধার সংমিশ্রনে যা হতো সেটি হতাম আমি। যার সঙ্গে আমার গতিকে কাজে লাগিয়ে আমি হতাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ।”
বোল্ট প্রায়ই স্বপ্ন দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলার। বিশ্বের দ্রুততম এই মানব বলেন, “তারা যদি আমাকে ডেকে বলতো, এখন আমাদের তোমাকে দরকার, তাহলে পরের ফøাইটেই আমি ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতাম।