স্পোর্টস লাইফ, ডেস্ক : ইন্দোনেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর এবার ম্যাকাও ওপেন থেকেও বিদায় নিতে হলো বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানাকে। শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত হতাশাই হলো সম্বল।
ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় রাউন্ড শেষে ৩ জনের সঙ্গে যৌথভাবে ৭-এ ছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে ৫৩তম স্থানে নেমে যান তিনি।
শেষ পর্যন্ত চতুর্থ ও শেষ রাউন্ডে ৫৭ তম স্থান অর্জন করে ম্যাকাও ওপেন শেষ হলো তার। শেষ রাউন্ডে ১টি বার্ডি ও ৩টি বোগি করেছেন সিদ্দিকুর। এছাড়া পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন তিনি।