স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ডোপমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব এ্যান্টি ডোপিং এজেন্সির সঙ্গে বাংলাদেশও দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে।
ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা ডোপিং এবং এ্যান্টি ডোপিং সম্পর্কে সচেতন হবেন।
ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশের ৩টি ভেন্যুতে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কার্যক্রমের আওতায় কাল মঙ্গলবার (২২নভেম্বর) সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হবে।
গত ১৯নভেম্বর বিকেএসপিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে।
এই কর্মশালায় ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ, সংগঠক ও কর্মকর্তারা অংশ নেবেন।