স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় “১৫তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা” আগামী ২অক্টোবর, ২০১৮ তারিখ শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সুইমিং পুলে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৬ জন পুরুষ সাঁতারু এবং ৪ জন মহিলা সাঁতারু নির্বাচন করা হয়।
এছাড়া স্বাগতিক হিসেবে মুন্সীগঞ্জ জেলার ক্রীড়া সংস্থার ১জন পুরুষ ও ২জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করবে।
পুরুষ সাঁতারু :
১. মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী
২. কাজল মিয়া, গোপালগঞ্জ সুইমিং ক্লাব
৩. আসিফ রানা, বাংলাদেশ সেনাবাহিনী
৪. পলাশ চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনী
৫. আলাউদ্দিন, তিতাস বাংলাদেশ সেনাবাহিনী
৬. সীমান্ত দাস, বাংলাদেশ বিমান বাহিনী
৭. হিমেল মিয়া, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
মহিলা সাঁতারু :
১. সোনিয়া আক্তার টুম্পা, বাংলাদেশ নৌবাহিনী
২. লাকী আক্তার লিমা, বাংলাদেশ নৌবাহিনী
৩. প্রিয়াংকা খাতুন, বাংলাদেশ সেনাবাহিনী
৪. কুলসুম খাতুন, বাংলাদেশ সেনাবাহিনী
৫. মোছাঃ জুলি আক্তার, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
৬. সালমা আক্তার, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
প্রতিযোগিতাটি আগামী ২ অক্টোবর, ২০১৮ তারিখ সকাল ১০টায় নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হবে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকাল ৩টায় মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ সায়লা ফারজানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ; হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মেয়র, মুন্সীগঞ্জ পৌরসভা এবং মোঃ মোশাররফ হোসেন খান, স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত প্রাক্তন সাঁতারু।