স্পোর্টস লাইফ, প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদ এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুর্ধ্ব-১৬ প্রতিভাবান রাগবি খেলোয়াড়দের নিয়ে ৭ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ৬ই আগস্ট থেকে জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে।
৬-১২ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ শিবিরটি চলবে। ৬০ জন প্রশিক্ষানার্থী এই কর্মসূচীতে অংশ নিচ্ছে।
লেভেল ওয়ান প্রশিক্ষক তালহা বিন জুবায়ের এই কোর্সটি পরিচালনা করছেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামাল উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. খালেদ হোসেন ইয়াদ মেয়র মাদারীপুর পৌরসভা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সরোয়ার হোসেন পুলিশ সুপার মাদারীপুর।