স্পোর্টস লাইফ, প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এর উদ্যোগে মোট ১৫টি জেলায় “তৃণমূল পর্যায় হতে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচী-২০১৬” কার্যক্রম শুরু করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩০শে আগস্ট, ২০১৬ইং তারিখ বেলা ০৪:০০ টায় মানিকগঞ্জ জেলার বাছাই ও প্রাথমিক প্রশিণ পর্ব জেলার স্টেডিয়ামে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র সাবেক সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও বিএএফ প্রেসিডেন্ট সুদেব কুমার সাহা।
এছাড়াও অনুষ্ঠানে আরো অনেক গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। বাছাইপর্বে প্রায় ১৫০জন ছেলে-মেয়ে অংশগ্রহন করে।