স্পোর্টস লাইফ, ডেস্ক : থামানো যাচ্ছে না অ্যান্ডি মারেকে। এ টি পি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারে উঠে পড়লেন বিশ্বের পয়লা নম্বর স্কট তারকা।
শুক্রবার রাতে লন্ডনের ও টু এরিনায় ইউ এস ওপেনজয়ী সুইজারল্যান্ডের স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কাকে মাত্র ৮৬ মিনিটে ৬-৪, ৬-২ হারিয়ে নিজের গ্রুপে শীর্ষস্থান দখল করলেন।
যার ফলে শনিবারের সেমিফাইনালে মারেক আর জকোভিচের মুখে পড়তে হচ্ছে না। ফাইনালে ওঠার যুদ্ধে কানাডার মিলোস রাওনিচকে সামলাতে হবে উইম্বলডন ও অলিম্পিক সোনাজয়ীকে।