হুমায়ুন সম্রাট : প্রিয় পাঠক আপনারা যেহেতু সিনেমা জগতের কিংবদন্তি নায়ক সালমান শাহ কে ভোলেন নি। তাহলে ১৯৯৩ সালের ২০মার্চ মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত ছবির কথাও মনে আছে।
সেই সাথে মনে আছে শিল্পী আগুনের গাওয়া সেই জনপ্রিয় সুপার হিট গান : বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে! সুপার হিট এই গানের প্রথম লাইনে শুধু বাবার জায়গাতে মা আর ছেলের জায়গাতে মেয়ে বসিয়ে দিলেই হলো- মা বলে মেয়ে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে! যাকে নিয়ে লেখা হচ্ছে তার নাম শাম্মী সুলতানা।
শাম্মীর মা শাহরিয়া সুলতানা সুচি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ভারোত্তোলক, পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ আর্মি নারী দলের ভারোত্তোলক প্রশিক্ষক। তিনি খেলোয়াড়ী জীবনে জাতীয় পর্যায়ে গড়েছেন বহু রেকর্ড। আন্তর্জাতিক পর্যায়েও জিতেছেন পদক।
তবে যা নিজের নেই বা দেশের ৫০ বছরের ইতিহাসে কেউ কোন ইভেন্ট থেকে আজও যে অধরা পদক অর্জন করতে পারেনি দেশের জন্য, সেই না পাওয়াকেই বাস্তাবে রুপ দিতে চান মা সুচি ও মেয়ে শাম্মী। লক্ষ্য আগামীতে অলিম্পিক গেমস থেকে বাংলাদেশের জন্য পদক জয় করা। কঠিন হলেও অসম্ভব নয়।
কারণ অন্য যারা অলিম্পিক পদক জয় করে তারাও রক্ত-মাংসে গড়া মানুষ। তাহলে আমার মেয়ে শাম্মী কেন পারবে না? এমন প্রশ্ন সুচির।
অলিম্পিক গেমস থেকে পদক আনার জন্য দরকার কঠোর পরিশ্রম ও সাধনা এবং দরকার উৎসাহ। মেয়ে এক সময় বড় বড় গেমস থেকে বাংলাদেশের জন্য পদক জিতে দেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে উজ্জল করতে পারে সেই লক্ষ্য কে সামনে রেখে প্রতিদিন অনুশীলন করাচ্ছেন মেয়েকে।
এবার আসা যাক শাম্মীর কথায়। শাম্মীর বয়স সবে মাত্র ১৩ বছর শুরু হয়েছে। লেখাপড়া ৬ষ্ঠ শ্রেণী, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কাকরাইল।
সম্প্রতি ২৬ ফেব্রুয়ারি থেকে ৪মার্চ পর্যন্ত জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত শেখ কামাল যুব গেমস-২০২৩ এ খুলনা বিভাগ হতে (নড়াইল জেলা) অংশ নেয় ভারোত্তোলনে মেয়েদের ৫৫ কেজি ওজর শ্রেণী ক্যাটাগোরীতে। অংশ নিয়েই চমক সৃষ্টি করে শাম্মী। গড়লো নতুন ৩টি রেকর্ড! স্ন্যাচে (রেকর্ড) ৫০কেজি, ক্লিন এন্ড জার্কে (রেকর্ড) ৬২কেজি। মোট (রেকর্ড) ১১২কেজি তুলে গেমসে স্বর্ণ পদক লাভ করে।
তিনটি রেকর্ড গড়ে শাম্মী নিজের জাত যেমন চেনালো তেমনি ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বা ক্রীড়া মন্ত্রণালয় সর্বপরি সরকারকে বার্তা দিয়ে রাখলো সঠিক সময় থেকে দীর্ঘ মেয়াদী আধুনিক ট্রেনিং অব্যাহত রাখলে পাশাপাশি পরিবার ও সবার সাপোর্ট পেলে অলিম্পিক বা এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমস থেকে পদক জেতা সম্ভব।
শাম্মী যুব গেমসের আগে ২০২২ সালে ফেডারেশন থেকে আয়োজিত প্রথম জাতীয় ইয়ুথ গেমসেও স্বর্ণ পদক জয় করেছে। এছাড়া, ২০২২সালে জাতীয় সিনিয়র ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পেয়েছে ব্রোঞ্জ পদক। ১৩ বছরের শাম্মীর ঝুলিতে এখন রেকর্ডসহ ২টি গোল্ড মেডেল ও একটি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক।
যারা সফল তারা বলেন, তাকাতে হয় আকাশের দিকে, স্বপ্ন দেখতে হয় আকাশ ছোয়ার। বড় স্বপ্ন মানুষকে বড় করে। ঠিক তাই মেয়েকে নিয়ে মা সুচি স্বপ্ন দেখেন আকাশ ছোয়ার। মা ও মেয়ে দুজনের-ই এখন অভিন্ন স্বপ্ন।
দুজনই স্বপ্ন দেখে অলিম্পিক গেমস সহ বড় বড় আন্তর্জাতিক গেমস থেকে বাংলাদেশের হয়ে পদক জিতে দেশের নাম উজ্জল করবে ভারোত্তোলনের আগামীর বড় তারকা শাম্মী সুলতানা।