স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান মানু এর শ্বশুর দবিরুদ্দিন আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সহকারী সচিব আজ (২৫ নভেম্বর) শুক্রবার সকালে বার্ধক্য জনিত কারণে ত্রমা সেন্টার, ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর নামাযে-জানাজা আগামীকাল শনিবার (২৬নভেম্বর) নিজ গ্রামের বাড়ী দিনাজপুরের চিচিরবন্দর থানার বড়বাউলে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি ২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি, মহাসচিবসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ মোঃ মিজানুর রহমান মানু এর শ্বশুর দবিরুদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।