স্পোর্টস লাইফ, ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্য কোনো পর্বে দেখা হলেও, স্বপ্নের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা কখনো মুখোমুখি হয়নি। এবারো সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ সেমিফাইনালে দেখা হওয়ার। তবে, ব্রাজিল সুপারস্টার নেইমার জানালেন, বন্ধু মেসিকে বলে এসেছি- ফাইনালে দু’জনের দেখা হবে এবং মেসিদের হারিয়েই বিশ্বকাপ জিতবে ব্রাজিল।
বিশ্বকাপের আর মাত্র তিনদিন বাকি। এর আগে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মজা করেই এ কথা বলেন নেইমার। হাসি-ঠাট্টার মধ্যেই একে অপরকে এমন কথা বলেছেন বলে জানিয়েছেন ব্রাজিল তারকা।
কাতার বিশ্বকাপে জি গ্রুপে ব্রাজিল। গ্রুপ সঙ্গী সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ নভেম্বর, বৃহস্পতিবার সার্বিয়ার বিরুদ্ধে।
টেলিগ্রাফের সাথে সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা মেসির সঙ্গে সম্পর্ক এবং বিশ্বকাপ নিয়ে দু’জনের চিন্তা-ভাবনা সম্পর্কে বলেছেন, ‘আমরা এমনিতে বিশ্বকাপ নিয়ে বেশি কথা বলি না; কিন্তু মাঝে মাঝে আমরা হাসি-ঠাট্টা করি। যেমন, ফাইনালে যদি আমাদের লড়াই হয়, তাহলে কী হবে? আমি তো মেসিকে বলেছি, আমিই চ্যাম্পিয়ন হব আর তোমার বিরুদ্ধে জিতব। এই নিয়ে দু’জনে হাসাহাসিও করেছি।’
প্যারিস সেন্ট জার্মেইয়ে দুই সতীর্থ এমবাপে এবং মেসিকে নিয়ে নেইমার বলেন, ‘মেসি এবং কিলিয়ান এমবাপের পাশে খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতা। ওরা দু’জনেই অসাধারণ ফুটবলার। আর মেসিকে তো অনেক আগে থেকেই বিশ্বের সেরা ফুটবলার বলা হয়।’
সাক্ষাৎকারে নেইমার পরিষ্কার জানিয়েছেন, বিশ্বকাপ জেতাটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং কাতারে সে স্বপ্ন সফল করতে চান তিনি। নেইমারের কথায়, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হল বিশ্বকাপ জেতা। যখন থেকে বুঝতে শিখেছি, ফুটবল খেলাটা কী, তখন থেকেই আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সফল করার আরেকটা সুযোগ পাচ্ছি। আশা করছি, এবার স্বপ্নটা সফল হবে।’