স্পোর্টস লাইফ, ডেস্ক : প্রিমিয়ার বিভাগ হকি লিগে শনিবার (১২ মে) বড় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের প্রথম খেলায় আজাদ এসসিকে ৮-১ গোলে হারায় ঐতিহ্যবাহী দলটি।
মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে মোহামেডানের হয়ে হ্যাটট্রিক পূরণ করেন রাসেল মাহমুদ জিমি ও অরবিন্দর সিং। জিমি হ্যাটট্রিক ছাড়াও ৪টি গোল উদযাপন করেন। দলের হয়ে বাকি গোলটি করেন নাসির হোসেন।
আজাদের হয়ে একমাত্র গোলটি করেন দেবাশীষ রায়।
এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে জিমির হ্যাটট্রিকেই ওয়ারী ক্লাবকে ৮-০ গোলে হারিয়েছিল মোহামেডান।