স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে জামালপুর জেলা। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে উদ্বোধনী দিনে জামালপুর জেলা ৪-০ গোলে হারায় শেরপুর জেলাকে।
জয়ী দলের পক্ষে রুবেল, টুটুল, গালিব ও রাকিব একটি করে গোল করেন।
এর আগে প্রকৌশলী হাবিজুর রহমান মুন্সীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ গোল্ড কাপ ফুটবলে অংশ নিচ্ছে মোট ৬টি দল। দলগুলো হলো : জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ।
২৮ এপ্রিল টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।