যশোরের অভয়নগরে কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত

স্পোর্টস লাইফপ্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার অভয়নগর থানার বাঘার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে শুক্রবার (২সেপ্টেম্বর) বিকেলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাছাইকৃত প্রশিক্ষণ প্রাপ্ত বালক ও বালিকাদের হাতে সনদপত্র ও খেলার পোষাক তুলে দেন যশোর-৪ আসনের মাননীয় এমপি বাবু রনজিৎ কুমার রায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, বাঘারপাড়া পৌর চেয়ারম্যানমো. কামরুল জামান বাচ্চু, বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সদস্য ও যশোর জেলা ক্রীড়া সংস্থার কুস্তি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আনোয়ারসহ অন্যানরা।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের কোচ কামাল হোসেন। সহকারী কোচের দায়িত্বে ছিলেন স্থানীয় কোচ মো. বাবুল মোড়ল।

৫দিন ব্যাপী এ বাছাই কার্যক্রমে থানার বিভিন্ন স্থান হতে মোট ৬০জন বালক ও বালিকা অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে মেধা অনুযায়ী প্রশিক্ষণের জন্য মোট ১০জনকে বাছাই করা হয়েছিল।

Print Friendly, PDF & Email