স্পোর্টস লাইফ, ডেস্ক : প্রত্যাশা জাগিয়েও স্বপ্নপূরণে ফের একবার ব্যর্থ রাফায়েল নাদাল৷বিশ্বের পাঁচ নম্বর তারকা ছিটকে গেলেন যুক্তরাষ্ট্র ওপেন থেকে৷স্প্যানিয়ার্ডের থেকে র্যাঙ্কিংয়ে বিশ ধাপ পিছিয়ে থাকা ফরাসি প্রতিদ্ধন্দ্বী লুকাস পোইলের হাতেই শেষ হয়ে গেল নাদালের যাত্রা৷
রবিবাসরীয় সন্ধ্যায় দু’বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন নাদালের সঙ্গে লুকাসের লড়াই হল পাঁচ সেটের৷অন্তীমে টাই-ব্রেকে ম্যাচ জিতলেন লুকাস৷ম্যারাথন ম্যাচ চলল পাঁচ ঘণ্টা সাত মিনিট৷
লুকাস জিতলেন ৬-১, ২-৬, ৬-৪, ৩-৬ ও ৭-৬ সেটে৷নাদালকে হারিয়ে লুকাস চলে গেলেন টুর্নামেন্টের শেষ আটে৷চলতি বছর উইম্বলডনের পর লুকাস আবার এই টুর্নামেন্টের কোয়ার্টারে গেলেন৷লুকাস পরের ম্যাচে খেলবেন গেল মনফিলসের সঙ্গে৷
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যাওয়ার পর নাদাল চোটের জন্য ফরাসি ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি৷যদিও অলিম্পিকে দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি৷২০১৪-তে রোলা গাঁরোই ছিল নাদালের শেষ মেজর জয়৷চলতি বছর খেতাবহীন থাকতে হল নাদালকে৷