যুব গেমসে নোয়াখালিতে বক্সিং, কারাতে ও ভলিবল ইভেন্টের খেলা অনুষ্ঠিত

লাইফ, প্রতিবেদক বক্সিং প্রতিযোগিতায় ৪৪ কেজিতে সদর উপজেলা বেগমগঞ্জ উপজেলাকে এবং হাতিয়া উপজেলা সুবর্নচরকে হারিয়ে ফাইনালে উঠে। ৫৬ কেজিতে সদরউপজেলা চাটখিলকে, সেনবাগ উপজেলা সুবর্নচরকে, বেগমগঞ্জ উপজেলা সোনাইমুড়িকে, হাতিয়া উপজেলা কোম্পানীগঞ্জকে হারিয়ে সেমিতে উঠে। ৫৬ কেজিতে হাতিয়া সুবর্নচরকে এবং সদর বেগমগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠে।

কারাতে প্রতিযোগিতায় সদর উপজেলার সৈয়দ মহররম অলি রাজু সেনবাগ উপজেলার আসাদ ইবনে সানোয়ারকে, ৫০ কেজিতে সদরের আসিফ আলি কবির হাটের আল রাজাদ ভুবনকে, ৪০ কেজিতে সদরের মহররম অলি রাজু হাতিয়ার শামিম চৌধুরিকে, ৬০ কেজিতে হাতিয়ার আব্দুল আলীম সদরের আবদুল্লাহ আর নোমানকে, ৪৫ কেজিতে সদরের আতাউল আবিদ রনি সেনবাগের নুরুল হক হাসানকে, ৬০ কেজিতে হাতিয়ার ফুয়াদ মোহাম্মদ ইসতিয়াক কবিরহাটের কামরুল ইসলামকে, ৫৫ কেজিতে সদরের রাগিব নওনাক হামিম সেনবাগের জুনায়েদ তাহসিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এছাড়া ভলিবলে কোম্পানীগঞ্জ সেনবাগকে এবং সুবর্নচর সোনাইমুড়ীকে হারিয়ে সেমিতে উঠেছে। উশু ডিসিপ্লিনে সেনবাগ উপজেলা হাতিয়াকে এবং সদর উপজেলা বেগমগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠে। দাবা প্রতিযোগিতায় সেনবাগ উপজেলার দাবাড়ু সুবর্নচর উপজেলার দাবাড়ুকে হারিয়ে সেমিফাইনাল উঠে। ফুটবল সেমিফাইনালে হাতিয়া উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলে কবিরহাট উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠে।

Print Friendly, PDF & Email