এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ অায়োজনে ইচ্ছা নেই বাংলাদেশের!

স্পোর্টস লাইফ, ডেস্কভারত, ভিয়েতনাম ও শ্রীলংকাকে ভোটে হারিয়ে এশিয়ান ন্যাশন্স কাপ দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। আগামী ১৫ থেকে ২৭ জুলাই এশিয়ার দাবার সবচেয়ে বড় এ টুর্নামেন্ট ঢাকায় হওয়ার দিনক্ষণও ঠিকঠাক।

কিন্তু হঠাৎ করেই এ টুর্নামেন্ট নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। দাবার এত বড় টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুযোগই নষ্ট করতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিশাম আল তাহির ঢাকা সফরে এসে জানলেন, টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের অনাগ্রহের কথা।

রোববার হিশাম আল তাহির সাক্ষাত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের সঙ্গে। বিকেলে সাব-জুনিয়র দাবা উদ্বোধনের পর এশিয়ান ফেডারেশনে কর্মকর্তা জানিয়েছেন,‘আমি ফেডারেশনের সভাপতির সঙ্গে দেখা করেছিলাম। তিনি সামনে জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে অনাগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, টুর্নামেন্ট পিছিয়ে দেয়া যায় কিনা, তা বিবেচনা করতে। অথবা আগামীতে অন্য কোনো টুর্নামেন্ট আয়োজনের কথাও বলেছেন।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম অবশ্য এখনো আশা ছাড়েননি, ‘বাংলাদেশে এ টুর্নামেন্ট হবে না তা এখনো বলছি না। আমরা সভাপতি মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। কারণ এই ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের দাবার উন্নয়নে গুরুত্বপূর্ণ। এ টুর্নামেন্ট করাটা আমাদের জন্য অনেক সম্মানজনক ও লাভজনকও। এটা করতে পারলে আগামীতে আরো বড় টুর্নামেন্টের আয়োজক হতে পারবো। আমাদের দাবাড়ুদের অভিজ্ঞতা বাড়বে। বিভিন্ন জায়গায় খেলার সুযোগও পাবেন।’

টুর্নামেন্টের বাকি আড়াই মাস। এরই মধ্যে ১১ টি দেশ টুর্নামেন্টে অংশগ্রহণের নিশ্চয়তাও দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশনকে। ফেডারেশনের ধারণা, ১৫ টির মতো দেশ এই টুর্নামেন্টে অংশ নেবে। প্রতিটি দেশ থেকে অংশ নেবেন ৫ জন দাবাড়ু। ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নেবেন এ টুর্নামেন্টে। তবে মেয়েদের অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে ছেলেদের চেয়ে।

আগ্রহীদের ভোটে হারিয়ে আয়োজক হওয়ার লড়াই জেতার পর এ টুর্নামেন্ট আয়োজন না করলে আন্তর্জাতিক চাপে পড়তে পারে বাংলাদেশ। আগামীতে ফিদের কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নাও পেতে পারে বাংলাদেশ দাবা ফেডারেশন। এমন কি আন্তর্জাতিক সংস্থায় কোনো পদে নির্বাচন করলে সমর্থন না পাওয়ারও আশংকা থাকবে।

Print Friendly, PDF & Email