স্পোর্টস লাইফ, ডেস্ক : প্রথমে শোনা গিয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিকের মূল মশালটা প্রজ্বলিত করবেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকদের সরে আসতে হয় সেই পরিকল্পনা থেকে। পেলে নিজেই জানিয়ে দেন, শারীরিক অসুস্থতার কারণে মারাকানাতেই যেতে পারবেন না তিনি। তাহলে কে পাবেন মশাল জ্বালানোর সেই সম্মান?