স্পোর্টস লাইফ, প্রতিবেদক : রবিবার (২৭নভেম্বর) থেকে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ ২৮তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা’।
তবে সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুল ঠিক না থাকায় এ ইভেন্টি হবে বাংলাদেশ নৌবাহিনী ডাইভিং পুলে।
প্রতিযোগিতায় জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, সার্ভিসেস টিম এবং সুইমিং ক্লাবসহ মোট ৫৯ দলের ৩৩৪ পুরুষ ও ৮৬ মহিলা সাঁতারু অংশ নেবেন।
প্রতিযোগিতার বাজেট ২০ লক্ষ টাকা। স্পন্সর না পাওয়ায় পুরো খরচ বহন করছে সুইমিং ফেডারেশন। স্থানীয় দল, সার্ভিসেস এবং বিকেএসপি ছাড়া সব দলের সাঁতারু ও অফিসিয়ালের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বহন করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
এছাড়া মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
প্রতিযোগিতা শুরু উপলক্ষ্যে শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম বি সাইফ, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য মাহফুজা রহমান তানিয়া ও সেলিম মিয়াসহ অন্যান্যরা।