স্পোর্টস লাইফ, ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব নিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
শনিবার (৭ এপ্রিল) কলকাতায় তার সাথে দুই বছরের জন্য চুক্তি করে রাজশাহী কিংস। ফলে বিপিএলের আসছে দুই মৌসুম তিনি মুশফিক-স্যামিদের কোচের দায়িত্ব পালন করবেন।
এদিন চুক্তি স্বাক্ষরের পর কলকাতায় ভেট্টরিকে জার্সি তুলে দেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক ও পরিচালক আব্দুর রাজ্জাক।
অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হওয়ার কথা বিপিএলের ষষ্ঠ আসর যা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। আইপিএলের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কিউই সাবেক এই অলরাউন্ডার। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পালন করেন স্থানীয় কোচ সরওয়ার ইমরান।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও ইংল্যান্ডের টি-২০ ব্ল্যাস্টে মিডলসেক্সের কোচের দায়িত্ব পালন করছেন ভেট্টরি।