স্পোর্টস লাইফ, ডেস্ক : অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে আইপিএলের দল রাজস্থান রয়েলসের ২০১৮’র জন্য দলপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে গত জানুয়ারিতে তাকে একমাত্র ক্রিকেটার হিসেবে দলটি অপরিবর্তিত রেখেছিল। যেখানে তার মূল্য ছিল ১২ কোটি ভারতীয় রুপি।
দু’বছরের নিষেধাজ্ঞা শেষে এবারই আইপিএলে ফিরেছে রাজস্থান। নিষিদ্ধ হওয়ার আগে স্মিথ দলটির হয়ে খেলেছিলেন, ফলে তিনি অপরিবর্তিত থাকেন। সে এর আগে দলটির নেতৃত্বে থাকলেও পুরো সময়ের জন্য কখনোই দলপতি ছিলেন না।
স্মিথ গত বছর খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। সেখানে মাহেন্দ্র সিং ধোনির পরিবর্তে তাকে অধিনায়ক করা হয়েছিল। তার নেতৃত্বে পুনে ফাইনালে গেলেও শাসরুদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এক রানে হেরে যায়।
রাজস্থানে বড় মাপের অন্য তারকাদের মধ্যে আছেন ভারতের আজিঙ্কে রাহানে, ইংল্যান্ডের বেন স্টোকস ও জস বাটলার।