রিও অলিম্পিকে যাচ্ছেন উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ

স্পোর্টস লাইফপ্রতিবেদক : আগামী ৫আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শুরু হতে যাচ্ছে ৩১তম রিও অলিম্পিক গেমস-২০১৬।

উক্ত গেমসে ওয়ার্ল্ড ওয়েটলিফটিং ফেডারেশন এর মনোনিত টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে আগামীকাল মঙ্গলবার (২আগস্ট) সন্ধ্যায় রিও অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের প্রতিষ্ঠাতা যুগ্ম সাাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)।

রিও অলিম্পিকে ভারোত্তোলন ডিসিপ্লিনের খেলা পরিচালনার জন্য ওয়ার্ল্ড ওয়েটলিফটিং ফেডারেশন সারা বিশ্ব থেকে মোট ৪৫জন টেকনিক্যাল পার্সনকে মনোনিত করেছে এর মধ্যে বাংলাদেশের মহিউদ্দিন আহমেদ অন্যতম একজন।

উল্লেখ্য যে, এবারের রিও অলিম্পিকে বাংলাদেশ থেকে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে একমাত্র তিনিই মনোনিত হয়েছেন। এই গেমসের পূর্বে মহিউদ্দিন আহমেদ একাধারে গত ৮টি অলিম্পিক গেমসে বিভিন্ন দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

এছাড়া, তিনি বর্তমানে এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন এবং ওয়ার্ল্ড ওয়েটলিফটিং ফেডারেশন এর নির্বাচিত কার্যনির্বাহি কমিটির সদস্য (২০১৮ সাল পর্যন্ত)।

Print Friendly, PDF & Email