স্পোর্টস লাইফ ডেস্ক : রিও প্যারালিম্পিকের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনাই ঘটে গেলো। রোড রেসে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ইরানি এক প্যারা-সাইক্লিস্ট।
স্পোর্টস লাইফ ডেস্ক : রিও প্যারালিম্পিকের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনাই ঘটে গেলো। রোড রেসে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ইরানি এক প্যারা-সাইক্লিস্ট।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি জানিয়েছে, ৪৮ বছর বয়সী বাহমান গোলবারনেজাদ পাহাড়ী এলাকায় দুর্ঘটনা কবলিত হন। যেখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর হাসপাতালে নেওয়ার পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বাহমান। এ ঘটনায় তদন্ত করা হবে বলেও জানিয়েছে ওই কমিটি।
এ ঘটনায় শোকের ছায়া পড়েছে প্যারালিম্পিক ভিলেজে। সেখানে ইরানি পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে।
উল্লেখ্য, বাহমান এর আগেও ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিকে অংশ নিয়েছিলেন।