স্পোর্টস লাইফ, ডেস্ক : অবশেষে চোটের সবশেষ অবস্থা জানিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুরুতে জানা গিয়েছিল পা মচকে গেছে নেইমারের। স্ক্যান শেষে ক্লাব জানিয়েছে, ডান পায়ের গোড়ালির হাড়ে চিরও ধরা পড়েছে! এই চোটে আপাতদৃষ্টিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে না খেলার সম্ভাবনাই বেশি নেইমারের।
যদিও ক্লাব কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তবে এই ধরনের চোটে সাধারণত সময় লাগে দুই থেকে তিন মাস! তাই নেইমারকে রেখেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলতে হবে ফরাসি জায়ান্টদের!
লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান নেইমার। ম্যাচ শেষের ১০ মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। ব্যথা গুরুতর ছিল বলে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন ব্রাজিল তারকা।
এদিকে চোটের তালিকা আরও বড় হয়েছে পিএসজির। এবার চোট শঙ্কায় রয়েছেন আরেক ব্রাজিলীয় তারকা মারকুইনহোস। বাম উরুর চোটে তারও ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। এমন অবস্থায় ৬ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ডিফেন্ডারকেও দেখা যাচ্ছে না পিএসজি শিবিরে!
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ ব্যবধান হেরেছে ফরাসি জায়ান্টরা। তাই দ্বিতীয় লেগে আগুনে ফর্মেই ফিরতে হবে তাদের।