স্পোর্টস লাইফ, ডেস্ক : টানা ৫ ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। তাতে প্রাণভোমরা রোনালদোরও ভূমিকা ছিল অনেক। সেই রোনালদোকে বিশ্রাম দেওয়ায় তার অভাবটা ঠিকই টের পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় তাদেরকে এক দশকের বেশির সময় পর হারিয়ে দেওয়ার তৃপ্তি পেয়েছে এস্পানিওল। রিয়াল মাদ্রিদ হেরেছে ১-০ ব্যবধানে।
অবশ্য প্রথমার্ধেও গোলের দেখা পেয়েছিল এস্পানিওল। মোরেনোর গোলটি শেষ পর্যন্ত অফসাইড হওয়াতে বাতিল হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে আর ভুল করেননি মোরেনো। অতিরিক্ত সময়ে ঠিকই জালে বল জড়িয়ে তুলে নিয়েছেন অবিশ্বাস্য জয়!
এই হারে ২৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫১ পয়েন্ট। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। আর রিয়াল অবস্থান করছে তৃতীয় স্থানে।
এস্পানিওলের জন্য এই জয় অবশ্যই সুখকর। কারণ সবশেষ ২২ খেলায় রিয়াল মাদ্রিদের কাছে পাত্তা পায়নি। মাত্র তিনটিতে ছিল ড্র। দলটির এমন হতাশা শুরু হয় সেই ২০০৭ সালের অক্টোবর থেকে! তাই এই জয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারে এস্পানিওল শিবির।