স্পোর্টস লাইফ, ডেস্ক : আরেকটু হলে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল! ভাগ্যিস, ধেয়ে আসা প্লাস্টিকের বোতলটা ক্রিশ্চিয়ানো রোনালদোর মাথায় আঘাত করেনি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর রিয়াল মাদ্রিদ। খেলাটা ছিল পিএসজির ঘরের মাঠ পার্ক ডেস প্রিন্সেসে, যে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে জিনেদিন জিদানের দল।
ম্যাচের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্দান্ত এক হেডে রিয়ালকে এগিয়ে দেয়ার পর স্ব-ভঙ্গিমায় হাঁটু গেড়ে বসে পড়েছিলেন পর্তুগিজ যুবরাজ। সতীর্থ দানি কারভাজেলকে আলিঙ্গন করে সমর্থকদের দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি, ঠিক এমন সময় গ্যালারি স্ট্যান্ড থেকে একটি বোতল ছুটে আসে। একটুর জন্য যেটি রোনালদোর গায়ে লাগেনি।
রোনালদোর গায়ে বোতলটা লাগলে সেটা নতুন এক বিতর্কের জন্ম দিতো নিঃসন্দেহে। এমনিতেই পিএসজি সমর্থকদের আতশবাজি আর ধোঁয়া ছড়ানোর কারণে দুই দুইবার ম্যাচটি বন্ধ করতে হয়েছিল।