স্পোর্টস লাইফ, প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমুল পর্যায়ে আয়োজিত ১০দিন ব্যাপী কুস্তি প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে আজ শুক্রবার (৪নভেম্বর)।
শেখ কামাল স্টেডিয়াম জিমন্যাশিয়ামে প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল আলম সরকার অতিরিক্ত জেলা প্রশাসক লালমনিরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরশেদ আলী যুগ্ন সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লালমনিরহাট। অনুষ্ঠানে সভাপত্বিত করেন এ্যাড: আবু আহাদ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন জাতীয় কোচ মো. আশরাফ আলী। সহকারী কোচের দায়িত্বে ছিলেন স্থানীয় কোচ কামরুজ্জামান।
উল্লেখ্য ১০দিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে বাছাইপর্বে জেলার বিভিন্ন স্থান হতে মোট ৬৫জন বালক ও বালিকা অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে মেধা অনুযায়ী মোট ২০জনকে বাছাই করে প্রশিক্ষণ দেয়া হয়।